শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
রোটারিয়ান মোহাম্মদ আসাদুজ্জামান সায়েম রোটারি ইন্টারন্যাশনাল’র “অ্যাভিনিউজ অব সার্ভিস” সম্মাননায় ভূষিত ৭ জুলাই সিলেটে বিএনপির মহাসচিবের সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিলেটে রোটারিয়ানদের টাউন হল মিটিং সিকৃবিতে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে “জুলাই ৩৬ গেইট” উদ্বোধন ট্রাম্পের আশ্রয় নিষেধাজ্ঞা স্থগিত করলেন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে গোলাপগঞ্জের হাওরপাড়ের মুহয়িসসুন্নাহ মাদরাসা নিজস্ব বাস চালুর দাবিতে সুবিপ্রবি শিক্ষার্থীদের ৮ দিনের আল্টিমেটাম ১ লক্ষ টাকা অনুদান পেল বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানে শহীদ পাবেলের পরিবার বাইক্কা বিলে বিলুপ্তির পথে রানী মাছ নতুন ৫ লাখ কর্মভিসা দেবে ইতালি

মৌলভীবাজারে প্রদেশ বাস্তবায়ন পরিষদের মতবিনিময় সভা  

  • আপডেট টাইম : সোমবার, ৫ মে, ২০২৫

সিলেট বিভাগের প্রায় দেড় কোটি মানুষের জনমতকে উপেক্ষা করে অন্তর্বর্তীকালীন সরকার কতৃর্ক চারটি প্রদেশের যে প্রস্তাবনা করা হয়েছে সেই সিদ্ধান্তের প্রতিবাদে প্রদেশ বাস্তবায়ন পরিষদের উদ্যোগে সম্প্রতি মৌলভীবাজার সৈয়দ মুজতবা আলী সড়কের অস্থায়ী কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

অধ্যক্ষ (অবঃ) মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে সভায় জালালাবাদ প্রদেশ গঠনের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে মতামত ব্যক্ত করেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসি ইকবাল আহমদ, গণতন্ত্র মঞ্চ মৌলভীবাজার জেলা সম্পাদক এম.এ রহিম, প্রভাষক শামীম আহমদ, দীপ্ত নিউজ সম্পাদক দুরুদ আহমদ, সৈয়দ মাহমুদ আলী, শেখ আব্দুল মুহিত, মামুনুর রশীদ চৌধুরী মসু, কবি পুলক কান্তি ধর, আবুল কালাম আজাদ, এশিয়া বাণীর সাংবাদিক ময়নুল ইসলাম চৌধুরীসহ প্রমুখ।

সভাশেষে জালালাবাদ প্রদেশ বাস্তবায়নে লক্ষ্যে মৌলভীবাজার জেলায় একটি সমন্বয়ক কমিটি গঠন করা হয়। নিম্নে কমিটির সদস্যদের তালিকা:

১. এড. মুজিবুর রহমান মুজিব (প্রধান উপদেষ্টা)
২. অধ্যক্ষ (অবঃ) মোহাম্মদ ইকবাল (উপদেষ্টা)
৩. বকসি ইকবাল আহমদ (প্রধান সমন্বয়কারী)
৪. এম. এ. রহিম (সহ— সমন্বয়ক)
৫. আ. খ. ম সালেহ সোহেল (সহ— সমন্বয়ক)
৬. সৈয়দ কামাল আহমদ বাবু (সহ— সমন্বয়ক)
৭. মোঃ ময়নুল ইসলাম চৌধুরী (সহ— সমন্বয়ক)
৮. শেখ আব্দুল মুহিত (সহ— সমন্বয়ক)
৯. আবুল কালাম আজাদ (সহ— সমন্বয়ক)
১০. এড. ইকবাল (সহ— সমন্বয়ক)
১১. আনছার আহমদ লেচু (সহ— সমন্বয়ক)
১২. দুরুদ আহমদ (সহ— সমন্বয়ক)
১৩. সৈয়দ হুমায়েদ আলী শাহীন (সহ— সমন্বয়ক)
১৪. আহসান চৌধুরী সুইট (সহ— সমন্বয়ক)
১৫. মাহমুদুল হাসান (সহ— সমন্বয়ক)
১৬. রফিকল হাসান চৌধুরী বকুল (সহ— সমন্বয়ক)
১৭. শেখ তাজুল ইসলাম (সহ— সমন্বয়ক)
১৮. মাহবুবুর রহমান রাহেল (সহ— সমন্বয়ক)
১৯. প্রভাষক, জাহিদুল ইসলাম (সহ— সমন্বয়ক)
২০. প্রভাষক, শামীম আহমদ (সহ— সমন্বয়ক)
২১. কবি পুলক কান্তি ধর (সহ— সমন্বয়ক)
২২. শিবপ্রসন্ন ভট্ট্যাচার্য (সহ— সমন্বয়ক)
২৩. প্রকৌশলী, সুলতান হোসেন (সহ— সমন্বয়ক)
২৪. বকসি আক্তারুজ্জামান লিটন (সহ— সমন্বয়ক)
২৫. আতাউর রহমান চৌধুরী (সহ— সমন্বয়ক)
২৬. এড.বদরুল হোসেন চৌধুরী (মুকুল) (সহ— সমন্বয়ক)
২৭. মৌলানা মকবুল হোসেন খান (সহ— সমন্বয়ক)
২৮. চৌধুরী মোহাম্মদ মেরাজ (সহ— সমন্বয়ক)
২৯. বুলবুল খান (সহ— সমন্বয়ক)
৩০. মামুনুর রশীদ চৌধুরী মসু (সহ— সমন্বয়ক)
৩১. সৈয়দ মাহমুদ আলী (সহ— সমন্বয়ক)
৩২. বেনু চক্রবর্তী (সহ— সমন্বয়ক)
৩৩. মামুনুর রশিদ তরফদার (সহ— সমন্বয়ক)
৩৪. কাওছার ইকবাল (সহ— সমন্বয়ক)
৩৫. রেজাউল আহমদ (সহ— সমন্বয়ক)
৩৬. মোঃ সাজিদ মিয়া (সহ— সমন্বয়ক)
৩৭. মেরাজ আলী (সহ— সমন্বয়ক)
38.

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..