“নারী শিক্ষার প্রসারে নুরজাহান মেমোরিয়াল মহিলা কলেজ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে” — বলেছেন কলেজ গভর্নিং বডির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৩টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত গভর্নিং বডির সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, “আমাদের দায়িত্ব হলো এই প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নেওয়া, যাতে এখানকার শিক্ষার্থীরা আধুনিক ও মানসম্পন্ন শিক্ষা লাভ করতে পারে। প্রশাসনিক স্বচ্ছতা, শিক্ষক-শিক্ষার্থী মেলবন্ধন ও একাডেমিক উৎকর্ষই হবে আমাদের অগ্রাধিকারের মূল কেন্দ্রবিন্দু।”
তিনি আরও বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান শুধু পাঠদান নয়, বরং মূল্যবোধ ও নেতৃত্ব বিকাশের ক্ষেত্র হিসেবেও কাজ করে। সেজন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। গভর্নিং বডির সদস্যদের আন্তরিক সহযোগিতা এবং কলেজ প্রশাসনের নিষ্ঠা-ই এই প্রতিষ্ঠানের উন্নয়নের প্রধান চালিকাশক্তি।”
সভায় কলেজের একাডেমিক অগ্রগতি, অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীদের ফলাফল ও শিক্ষক নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
সভায় অধ্যক্ষ মো. নিজাম উদ্দিন তরফদার ছাড়াও গভর্নিং বডির সদস্য সিরাজুল ইসলাম, নজমুল হোসেন, প্রফেসর নুরুল ইসলাম আলমগীর, এম এ বায়েছ ও এম এ আজিজ উপস্থিত ছিলেন।
সদস্যরা কলেজের সামগ্রিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
Leave a Reply