রোটারি ক্লাব অব সিলেট সানশাইন-এর প্রাক্তন সভাপতি রোটারিয়ান মোহাম্মদ আসাদুজ্জামান সায়েম রোটারি ইন্টারন্যাশনাল-এর অন্যতম মর্যাদাপূর্ণ “অ্যাভিনিউজ অব সার্ভিস” সম্মাননায় ভূষিত হয়েছেন।
আজ অনুষ্ঠিত রোটারির টাউন হল মিটিং-এ কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি ইস্তিয়াক আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন।
রোটারিয়ান সায়েম দীর্ঘ ২৫ বছর ধরে রোটার্যাক্ট ও রোটারির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তিনি রোটারি বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন এবং বহু জনকল্যাণমূলক ও টেকসই মানবসেবা প্রকল্পের উদ্যোক্তা হিসেবে ভূমিকা রেখেছেন। উল্লেখযোগ্য উদ্যোগগুলোর মধ্যে রয়েছে—
কোভিড-১৯ মহামারির সময় বাস্তবায়িত রোটারি ফুড ব্যাংক,
প্রান্তিক মানুষের অর্থনৈতিক পুনর্গঠনে মাইক্রো-গ্র্যান্ট কর্মসূচি,
এবং অন্যান্য সমাজ উন্নয়নমূলক কার্যক্রম।
তিনি বিগত ১১ বছর ধরে রোটারির প্রশিক্ষণ দলে যুক্ত থেকে প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। দক্ষতা ও অনুপ্রেরণার মাধ্যমে তিনি অঞ্চলজুড়ে প্রশিক্ষণ কার্যক্রমে বিশেষ পরিচিতি লাভ করেছেন।
রোটারির পাঁচটি সেবার অঙ্গন— ক্লাব সেবা, পেশাগত সেবা, সমাজসেবা, আন্তর্জাতিক সেবা এবং যুব সেবায় তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।
Leave a Reply