শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রোটারিয়ান মোহাম্মদ আসাদুজ্জামান সায়েম রোটারি ইন্টারন্যাশনাল’র “অ্যাভিনিউজ অব সার্ভিস” সম্মাননায় ভূষিত ৭ জুলাই সিলেটে বিএনপির মহাসচিবের সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিলেটে রোটারিয়ানদের টাউন হল মিটিং সিকৃবিতে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে “জুলাই ৩৬ গেইট” উদ্বোধন ট্রাম্পের আশ্রয় নিষেধাজ্ঞা স্থগিত করলেন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে গোলাপগঞ্জের হাওরপাড়ের মুহয়িসসুন্নাহ মাদরাসা নিজস্ব বাস চালুর দাবিতে সুবিপ্রবি শিক্ষার্থীদের ৮ দিনের আল্টিমেটাম ১ লক্ষ টাকা অনুদান পেল বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানে শহীদ পাবেলের পরিবার বাইক্কা বিলে বিলুপ্তির পথে রানী মাছ নতুন ৫ লাখ কর্মভিসা দেবে ইতালি

সিলেটের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য বিশিষ্ট ব্যক্তিদের সভা

  • আপডেট টাইম : শনিবার, ২৪ মে, ২০২৫

 

সিলেট-আখাউড়া ডাবল রেললাইন দ্রুত নির্মাণ ও ওসমানী আন্তর্জাতিক এয়াপোর্টের টার্মিনাল নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন ও বিদেশী এয়ারলাইন্স উঠানামার দাবিতে সিলেটের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আজ শনিবার (২৪ মে) দুপুরে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আমেরিকা প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা খলকু কামাল এই মতবিনিময় সভার আয়োজন করেন।
সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উর নুর এর সভাপতিত্বে ও জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি মুফতি আব্দুর রহমান চৌধুরী এডভোকেটের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, প্রবীণ সাংবাদিক মুহাম্মদ ফয়জুর রহমান, প্রবীণ সাংবাদিক আফতাব চৌধুরী, সিলেট বিভাগ গণদাবি ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুর রহমান, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি খালেদ আহমদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কীম, বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ড এসোসিয়েশন কমিটি সিলেটের চেয়ারম্যান হিজকিল গুলজার, দৈনিক মানবজমিনের সিলেট ব্যুরো প্রদান ওয়েস খছরু, সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন প্রমুখ।
সভায় প্রারম্ভিক বক্তব্যে আমেরিকা প্রবাসী কমিউনিটি নেতা খলকু কামাল সিলেটের উন্নয়নে সবাইকে দায়িত্বশীর ভূমিকা পালন করার আহ্বান জানান। তিনি সিলেটের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য দলমত বির্নিশেষে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
বক্তাগণ অতীতে সিলেটের উন্নয়নে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও সাবেক স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরীর বলিষ্ঠ ভূমিকার প্রশংসা করে সিলেটের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর কাজে ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বান জনান। সিলেট বিভাগ থেকে ৪ জন উপদেষ্টা নিয়োগেরও দাবি জানান। সভায় সিলেটের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..