যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন থেকে দ্য নিউইয়র্ক টাইমসসহ চারটি গণমাধ্যমের কার্যালয় সরিয়ে দিচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। প্রতিষ্ঠানগুলোর জন্য বরাদ্দকৃত এসব জায়গায় অন্যদের স্থান দেওয়া হবে।
গত শুক্রবার এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। নজিরবিহীন এ পদক্ষেপ গ্রহণ করার পেছনে অন্যদের জায়গা বরাদ্দের চাহিদার কথা উল্লেখ করা হয়।
‘নিউ অ্যানুয়াল মিডিয়া রোটেশন প্রোগ্রাম’ নিয়ে একটি নথিতে এ বিষয়ে বলা হয়েছে, দ্য নিউইয়র্ক টাইমস ছাড়াও ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর), কমক্যাস্ট করপোরেশনের মালিকানাধীন এনবিসি নিউজ এবং পলিটিকো—এ তিন গণমাধ্যমকে পেন্টাগন থেকে সরিয়ে দেবে ট্রাম্প প্রশাসন। প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই ১৪ ফেব্রুয়ারির মধ্যে তাদের জায়গা ছেড়ে দিতে হবে।
Leave a Reply