প্রথমবারের মতো বাংলাদেশের জার্সি গায়ে তুলতে যাওয়া হামজা যুক্তরাজ্য থেকে সিলেটের মাটিতে আজ বেলা পৌনে ১২টার দিকে পা রেখেছেন। পাচ বন্ধু এসেছেন সুনামগঞ্জ থেকে, পড়নে হামজা লেখা একই রঙের জার্সি। লক্ষ তাদের জাতীয় ফুটবল দলের নতুন তারকা হামজা চৌধুরীকে একনজর দেখা।
একই ভাবে শতাধিক কিশোর ফুটবলার জড়ো হয়েছে বিমানবন্দরের ভিআইপি গেটের প্রাঙ্গনে। হাতে বিশালাকার ব্যানার। তাতে হামজাকে স্বগত জানিয়ে নানা শুভেচ্ছা বার্তা শুভেচ্ছা বার্তা
ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতিনিধিত্ব করা একমাত্র বাংলাদেশি হামযাকে ঘিরে এভাবেই বিভিন্ন বয়সের ফুটবল খেলোয়াড়, কোচ ও সাধারণের স্রোত যেন মিশে গেছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে।
সকাল থেকেই হামজা চৌধুরীর আগমন ঘিরে এক উৎসবমুখর পরিবেশ বিমানবন্দরে। সকলের প্রত্যাশা সিলেটের হামজা দেশের ফুটবলের জন্য নতুন যুগের সূচনা করবে।।
হামজার বাবা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরীআবেগ আপ্লুত তার সন্তানকে ঘিরে এতো আনন্দ আয়োজন দেখে। ম্যানচেস্টার থেকে সরাসরি ফ্লাইটে সিলেটে নামার পর হামজাকে, একের পর এক ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে বাফুফে, জেলা ক্রীড়া সংস্থা, স্থানীয় খেলোয়াড়সহ ভক্ত অনুরাগীরা।
উৎসুক ভক্ত অনুরাগীর ভিড় ঠেলেই অনেকটা মধুর বিড়ম্বনা নিয়ে নিজের গ্রামের বাড়ির দিকে ছুটে চলে হামজা চৌধুরীর ছাদখোলা গাড়িটি।
Leave a Reply