শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৪ টাকার বিনিময়ে প্রায় ১ হাজার টাকার পণ্য পেলেন চা-শ্রমিক ৬০টি পরিবারের সদস্য সোস্যাল কেয়ার অব নেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ১৬ নং ওয়ার্ডে রুম্মান আহমদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ ‎দেশের মানুষ বিএনপির প্রতি আস্থাশীল : কয়েস লোদী দানবীর ড. সৈয়দ রাগীব আলীর হাতে চব্বিশের ঢাকার ডায়েরি বৈচিত্র্যের মধ্যে ঐক্য সৃষ্টি করলে জাতীয় সংহতি আরো মজবুত হবেঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক দেশের মানুষ বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের অপেক্ষায়: খন্দকার মুক্তাদির বই শত সহস্র বছর ধরে ইতিহাসের স্বাক্ষী হয়ে থাকবে: সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী  ‘ডিক্লারেশন’পেলো দৈনিক যায়যায়দিন  গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩০ ২ মার্চের পর গাজায় কোনো খাদ্য ঢোকেনি: জাতিসংঘ

১৬ নং ওয়ার্ডে রুম্মান আহমদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ ‎দেশের মানুষ বিএনপির প্রতি আস্থাশীল : কয়েস লোদী

  • আপডেট টাইম : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

‎সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, দীর্ঘ ১৫ বছর দেশবাসী ফ্যাসিবাদের রেজিমের বিরুদ্ধে লড়াই করেছে। গুম-খুনের মতো নির্মম নির্যাতনও মানুষকে আন্দোলন থেকে পিছু হঠাতে পারেনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে সাড়া দিয়ে।সাধারণ মানুষ ডমি ভোটের নাটকে অংশগ্রহণ করেনি। দেশবাসী অতিতেও বিএনপির উপর আস্তা রেখেছিল, এখনো মানুষ বিএনপির প্রতি আস্থাশীল।

‎শুক্রবার বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট নগরের হাওয়া এলাকায় খেলার মাঠে ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রোমান আহমেদের উদ্যোগে প্রতিবন্ধীদ, এতিম ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ এবং এতিম ও সুবিধাবঞ্চিতদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎তিনি আরো বলেন, ফাসিস্ট সরকারের দমন নিপিড়নের মূখে আমরা গত বছর পর্যন্ত এভাবে আনুষ্ঠানিক ভাবে মানুষের পাশে দাঁড়াতে পারিনি। আমরা অনুষ্ঠান আয়োজন করলে পুলিশ এসে ভণ্ডুল করে দিত। তার পরও আমরা সাদ্য মতো মানুষের পাশে দাঁড়িয়েছি। ফ্যাসিবাদের পতনের পর আমাদের নেতা তারেক রহমান নির্দেশ নিয়েছেন এই রমজানে সুবিধাবঞ্চিত মানুষদেরকে নিয়ে ব্যাপক ভাবে ইফতারের আয়োজন করতে, তাদের পাশে দাঁড়াতে। নেতার নির্দেশ মতো আমরা দলীয় ভাবে কর্মসূচি পালন করার পাশাপাশি আমাদের দলের নেতাকর্মীরাও নিজেদের সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াচ্ছে। এই রুম্মান আহমদের মতো হাজারো জিয়ার সৈনিকেরা মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিএনপি জনগনের দল, তাই সব সময় জনগনের পাশে থাকে।

‎প্রবীণ বিএনপি নেতা জলকদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রোম্মান আহমেদ।

‎এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি লিলু মিয়া, বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদের শামসু ও সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা, ২ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক রাসেল মামুন ইবনে রাজ্জাক, ডা. আবু সাদাত সাইরাস হাজারী, ২১ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সেকু আহমদ, সিলেট মহানগর জাসাসের সহ সভাপতি সিরাজ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মখলিছ খান, ৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক সম্পাদক হোসেন খোকন, ১৬ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক সলটি দাস, ১৬ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাখি হাজারী, ১৬ নং ওয়ার্ড বিএনপি’র দপ্তর সম্পাদক রুহুরুহুলা রফুল আহমদ রাহুল, ১৬ নং ওয়ার্ড বিএনপি’র সহ অর্থ সম্পাদক ফজলে রব শাকিল, সাদির হোসেন, ২৭ নং ওয়ার্ড বিএনপি নেতা কালাম আজাদ, সিলেট জেলা সহ-সাংগঠনিক সম্পাদক আবেদ আলী, কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের সহ দপ্তর সায়মন্ড সিনহা, ছাত্রদল নেতা জাওয়াদ, আহমদ বাবর আহমদ, পাভেল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী জুম্মা আহমদ, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির নেতা সেবুল আহমদ প্রৃমূখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..