মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, “শিক্ষা-সংস্কৃতিতে ঐতিহ্যবাহী ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হবিগঞ্জ জেলা উন্নয়নের দিক থেকে অবহেলিত। প্রাকৃতিক ও খনিজ সম্পদের পর্যাপ্ততা এবং জেলার বুক চিড়ে বয়ে যাওয়া ঢাকা-সিলেট মহাসড়কের এন-২ উপর ভিত্তি করে সারাদেশ থেকে বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো হবিগঞ্জে তাদের প্লান্ট নির্মাণ করছে। মাধবপুর থেকে শেরপুর পর্যন্ত গড়ে ওঠা শিল্প-কারখানাগুলো স্থানীয়দের তিন ফসলী জমিতে গড়ে ওঠেছে। যা দেশের ভূমি ব্যবস্থাপনা, কৃষি ও শিল্পনীতির সাথে সাংঘর্ষিক। পরিবেশ ও প্রতিবেশের জন্যও শিল্প-কারখানাসমূহ হুমকী হয়ে দাঁড়িয়েছে। আরো পরিতাপের বিষয় হচ্ছে স্থানীয় যোগ্য মানবসম্পদ থাকা সত্বেও দেশের বিভিন্ন জেলা থেকে এসব শিল্প-কারখানাসমূহ কর্মী নিয়োগ হচ্ছে। হবিগঞ্জের শিল্পকারখানাগুলোতে নিয়োগে স্থানীয় যোগ্যদের অগ্রাধিকার দিতে হবে। এটা হবিগঞ্জবাসীর প্রতি দয়া নয়; বরং ন্যায্য হিস্যা।” গত ৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘খোয়াই বন্ধন’ এর নবীন বরন, নতুন কমিটি ঘোষণা, বারবিকিউ পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। ‘খোয়াই বন্ধন’ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক আরো বলেন, হবিগঞ্জ শহরের অবস্থা দেখলে মনে হবে এটি একটি পরিত্যাক্ত নগরী। অথচ এটি দেশের অন্যতম প্রাচীন একটি পৌরসভা। হবিগঞ্জের শিক্ষার্থীদের জেলার টেকসই উন্নয়ন নিয়ে ভাবতে হবে ও প্রতিষ্ঠিত হয়ে যার যার অবস্থান থেকে নিজ নিজ এলাকা ও এলাকার মানষের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
‘খোয়াই বন্ধন’ এর সভাপতি ও সমাজকর্ম বিভাগের সদ্য প্রাক্তন শিক্ষার্থী শাকির আহমদ রিপনের সভাপতিত্বে এবং ইংরেজী বিভাগের শিক্ষার্থী সানজিদা আক্তার মুনা ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী কাওসার আহমেদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. আহমেদ জালাল ফরিদ উস সামাদ উজ্জল, বাংলা বিভাগের অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজী বিভাগের অধ্যাপক ড. মোঃ ফারুক মিয়া, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স এর অধ্যাপক ড. মোহাম্মদ রেদওয়ান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফরহাদ রাব্বি, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী ওয়াক্কাস সোহেল, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল হাকিম শোভন, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মোস্তফা কামাল লিটন, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সৈয়দ মিসবাহ উদ্দিন, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাজেরা আক্তার, গণিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল নোমান বখত, এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক শোয়েব আহমদ খান, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রভাষক পাপিয়া রহমান, শারিরীক শিক্ষা দপ্তরের উপ পরিচালক মো. শহিদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা লাভলী আহমেদ, দুধওয়ালার সত্ত্বাধিকারী ও পলিটিক্যাল স্টাডিজ অ্যালামনাই অ্যাসোশিয়েশনের সাধারন সম্পাদক মোতাহের হোসেন সোহেল, সিলেটস্থ হবিগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী, সাবেক শিক্ষার্থী ও উদ্যোক্তা তানজিল নাফি।
সভায় পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোর্শেদ আলম ও একই শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. শাকিল হাসানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে ২০২৫ সালের কার্যকরি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি ফারজানা আক্তার, নাজমুল হাসান, আমির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, শারমিন ইয়াসমিন সাথী, অতুল ব্যানার্জী ও মিশন রায়, কোষাধ্যক্ষ মো. ত্বোহা হোসাইন, সহ-কোষাধ্যক্ষ শরিফুজ্জামান খান আতিফ, সাংগঠনিক সম্পাদক হুসেনুজ্জামান রাফি, সহ-সাংগঠনিক সম্পাদক সানজিদা সুলতানা মুনা ও জান্নাতুল ফেরদৌসি প্রিয়া, প্রচার সম্পাদক সৌরভ গোপ, দপ্তর সম্পাদক আরাফাত জাহান ইমা, ইভেনট মেনেজমেন্ট সম্পাদক রেজাউল ইসলাম অনিক, প্রকাশনা বিষয়ক সম্পাদক আজিজুর রহমান সাজু, শিক্ষা এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিজয়া রয় পূজা, স্পোর্টস বিষয়ক সম্পাদক রাহিন ইসলাম, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক শয়ন মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক শাকিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক সোনালী আক্তার।
Leave a Reply