কুলাউড়া উপজেলার গাজীপুর চা বাগানের সদ্য নির্মিত ৭নং জামে মসজিদে অত্যন্ত সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সামাজিক উন্নয়নমূলক সংগঠন সোস্যাল কেয়ার অব নেশন এর উদ্যোগে আয়োজিত এই মাহফিলে প্রায় দুই শতাধিক রোজাদার অংশগ্রহণ করেন।
এ মহতী আয়োজনে বিশেষভাবে দরিদ্র সীমার নিচে বসবাসকারী অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়, যা মানবতার সেবার এক অনন্য দৃষ্টান্ত। উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য সুস্বাদু ও পুষ্টিকর ইফতারের আয়োজন করা হয়।
ইফতারের পূর্বে মসজিদের ইমামের তত্ত্বাবধানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে সংগঠনের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও দাতা সদস্যদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সকলের কল্যাণ কামনা করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, এই ধরনের কার্যক্রম তারা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা রাখেন এবং সমাজের বিত্তবানদের আর্ত-মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান, যাতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষরা সামান্য হলেও শান্তি ও আনন্দ অনুভব করতে পারে।
উল্লেখ্য, সোস্যাল কেয়ার অব নেশন দীর্ঘ ১২ বছর ধরে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। যা কুলাউড়ার সর্বস্তরের মানুষের কাছে প্রশংসিত হচ্ছে।
Leave a Reply