শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৪ টাকার বিনিময়ে প্রায় ১ হাজার টাকার পণ্য পেলেন চা-শ্রমিক ৬০টি পরিবারের সদস্য সোস্যাল কেয়ার অব নেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ১৬ নং ওয়ার্ডে রুম্মান আহমদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ ‎দেশের মানুষ বিএনপির প্রতি আস্থাশীল : কয়েস লোদী দানবীর ড. সৈয়দ রাগীব আলীর হাতে চব্বিশের ঢাকার ডায়েরি বৈচিত্র্যের মধ্যে ঐক্য সৃষ্টি করলে জাতীয় সংহতি আরো মজবুত হবেঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক দেশের মানুষ বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের অপেক্ষায়: খন্দকার মুক্তাদির বই শত সহস্র বছর ধরে ইতিহাসের স্বাক্ষী হয়ে থাকবে: সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী  ‘ডিক্লারেশন’পেলো দৈনিক যায়যায়দিন  গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩০ ২ মার্চের পর গাজায় কোনো খাদ্য ঢোকেনি: জাতিসংঘ

মোবাইল ইন্টারনেটের শর্ত শিথিল, থাকছে ১ ঘণ্টার প্যাকেজ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
মোবাইল ইন্টারনেটের শর্ত শিথিল, থাকছে ১ ঘণ্টার প্যাকেজ
মোবাইল ইন্টারনেটের শর্ত শিথিল, থাকছে ১ ঘণ্টার প্যাকেজ

১৫ মাসের মাথায় মোবাইল ইন্টারনেট প্যাকেজের বিভিন্ন শর্ত তুলে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মোবাইল অপারেটররা গ্রাহককেন্দ্রিক বিভিন্ন মেয়াদের প্যাকেজ দিতে পারবে।

মোবাইল ইন্টারনেটের শর্ত শিথিল, থাকছে ১ ঘণ্টার প্যাকেজ

গ্রাহক এখন ঘণ্টা হিসেবেও প্যাকেজ কিনতে পারবেন।

রোববার (১২ জানুয়ারি) মোবাইল ফোন অপারেটরগুলোর ডেটা এবং ডেটা–সংশ্লিষ্ট প্যাকেজ–সম্পর্কিত নির্দেশিকা জারি করে বিটিআরসি।

২০২৩ সালের অক্টোবর মাসে বিটিআরসি এক নির্দেশিকায় প্যাকেজের সংখ্যা সর্বোচ্চ ৪০ এবং মেয়াদ ৭ দিন, ৩০ দিন ও আনলিমিটেড (নির্দিষ্ট মেয়াদহীন) করা হয়।

বিটিআরসির নতুন নির্দেশিকা অনুযায়ী, অপারেটররা তিন ধরনের প্যাকেজ দিতে পারবে। নিয়মিত প্যাকেজ, যে প্যাকেজগুলো সব গ্রাহকের জন্য উন্মুক্ত থাকে; গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজ, গ্রাহকের ব্যবহার ও গ্রাহক প্রতি গড় রেভিনিউর ওপর ভিত্তি করে নির্দিষ্ট ক্যাটাগরির গ্রাহকের জন্য; রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাকেজ বাজার যাচাই–বাছাই করতে এবং ধরন বুঝতে যে প্যাকেজ গ্রাহকদের দেওয়া হবে।

নিয়মিত প্যাকেজগুলোর মেয়াদ সর্বনিম্ন ১৫ দিন, গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজের মেয়াদ সর্বনিম্ন তিন দিন এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাকেজ সর্বনিম্ন সাত দিন মেয়াদি হবে বলে জানিয়েছে বিটিআরসি।

বিটিআরসি জানায়, এই তিন প্যাকেজের বাইরেও গ্রাহকের স্বার্থ এবং আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অপারেটররা নিজস্ব পরিকল্পনা অনুযায়ী প্যাকেজ নির্ধারণ করতে পারবে। তার আওতায় ঘণ্টাভিত্তিক এবং এক থেকে তিন দিন মেয়াদি প্যাকেজ করার সুযোগ দিয়েছে বিটিআরসি।

নির্দেশনা অনুযায়ী, প্রতি ঘণ্টার জন্য সর্বোচ্চ ২০০ এমবি, এক দিনের জন্য সর্বোচ্চ ৩ জিবি, দুই দিনের জন্য সর্বোচ্চ ৫ জিবি এবং তিন দিনের জন্য সর্বোচ্চ ৮ জিবি প্যাকেজ দিতে পারবে অপারেটররা।

গ্রাহক যাতে তার সুবিধা অনুযায়ী প্যাকেজ গ্রহণ করতে পারে, সে জন্য ‘ফ্লেক্সিবল প্ল্যান’ হিসেবেও একটি পাকেজ থাকবে। এ ছাড়া মেয়াদবিহীন অর্থাৎ আনলিমিটেড প্যাকেজও থাকবে। তবে সে ক্ষেত্রে সময়সীমা নির্ধারণ করে দিতে হবে। যেকোনো প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার এক দিন আগে গ্রাহককে এসএমএসের মাধ্যমে সে বিষয়ে জানাতে হবে।

রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ঘণ্টা–মিনিট ভিত্তিক কোনো প্যাকেজ দেওয়া যাবে না।

কোনো ডেটা প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর অব্যবহৃত ডেটা থেকে গেলে, তা ‘ক্যারি ফরওয়ার্ড’ হিসেবে ব্যবহার করা যাবে। অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার আগেই যদি গ্রাহক একই প্যাকেজ আবার কেনে, তাহলে পরের প্যাকেজে অব্যবহৃত ডেটা ব্যবহার করা যাবে।

তিন সপ্তাহ আগে বিটিআরসি পরীক্ষামূলকভাবে এসব প্যাকেজ চালু করতে নির্দেশনা দিয়েছিল। নতুন নির্দেশিকায় প্যাকেজগুলো ইতোমধ্যে গ্রাহকেরা কিনতে পারছেন এবং ভালো সাড়া পাওয়া যায় বলে অপারেটরদের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..