শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৪ টাকার বিনিময়ে প্রায় ১ হাজার টাকার পণ্য পেলেন চা-শ্রমিক ৬০টি পরিবারের সদস্য সোস্যাল কেয়ার অব নেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ১৬ নং ওয়ার্ডে রুম্মান আহমদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ ‎দেশের মানুষ বিএনপির প্রতি আস্থাশীল : কয়েস লোদী দানবীর ড. সৈয়দ রাগীব আলীর হাতে চব্বিশের ঢাকার ডায়েরি বৈচিত্র্যের মধ্যে ঐক্য সৃষ্টি করলে জাতীয় সংহতি আরো মজবুত হবেঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক দেশের মানুষ বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের অপেক্ষায়: খন্দকার মুক্তাদির বই শত সহস্র বছর ধরে ইতিহাসের স্বাক্ষী হয়ে থাকবে: সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী  ‘ডিক্লারেশন’পেলো দৈনিক যায়যায়দিন  গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩০ ২ মার্চের পর গাজায় কোনো খাদ্য ঢোকেনি: জাতিসংঘ

ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও মজবুত হবে : রণধীর জয়সওয়াল

  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও মজবুত হবে : রণধীর জয়সওয়াল
ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও মজবুত হবে : রণধীর জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই আমরা। এই সম্পর্ককে আরও মজবুত করার ব্যাপারেও ভারত ইতিবাচক উদ্যোগ নিতে আগ্রহী।
আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্কোন্নয়ন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমরা ইতিবাচক মনোভাব নিয়ে সম্পর্ক স্থাপনে কাজ করছি। আমরা গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ চাই।
তিনি এ-ও বলেছেন, অন্য কোনো দেশের সঙ্গে বাংলাদেশের নীতি কেমন হচ্ছে সেটি দেশটির নিজস্ব ব্যাপার।
জয়সওয়াল বলেন, ‘প্রতিবেশী দেশগুলোতে যে গতিবিধি চলছে, বিশেষ করে যা ভারতে প্রভাব ফেলতে পারে, সেসব ইস্যু ভারত সব সময় পর্যবেক্ষণে রাখে। ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত কোনো গতিবিধি হলে তাতেও ভারত কড়া নজর রাখে।
সীমান্তে বেড়া দেওয়া নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সমঝোতা হয়েছে উল্লেখ করে রণধীর জয়সওয়াল বলেন, ‘বিভিন্ন অপরাধ বন্ধ করার জন্য সীমান্তে বেড়া দেওয়া জরুরি। আমরা মনে করি সীমান্তে বেড়া দেওয়া নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে এখন পর্যন্ত যতগুলো সমঝোতা হয়েছে, বাংলাদেশ এগুলো ইতিবাচকভাবে নিয়ে কার্যকর করবে। মানবপাচার, গরু পাচারসহ যেসব অপরাধ হয়, তা বন্ধ করে অপরাধমুক্ত একটা সীমান্তে রূপ দিতে হবে। ’
সীমান্তে বেড়া দেওয়া ইস্যুতে যে গতিবিধি চলছে, তা দুই দেশের মধ্যকার সমঝোতা অনুযায়ীই হচ্ছে বলেও উল্লেখ করেন রণধীর জয়সওয়াল।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..