বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৬:২১ অপরাহ্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নতুন কমিটি গঠন শাইখুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক সভাপতি ও মুফতি ছালেহ সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত

  • আপডেট টাইম : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

 

 

যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত বিপুল সংখ্যক শূরা সদস্যদের অংশগ্রহণে গতকাল ২৭ এপ্রিল রবিবার বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার মজলিসে শূরার অধিবেশন পূর্ব লন্ডনের ফোর্ডস্কয়ার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মজলিসে শূরার অধিবেশনে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম আমীর শাইখুল হাদীস আল্লামা মুহাম্মাদ মামুনুল হক।বিশেষ অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে শাখা পূনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের মুহতারাম মহাসচিব শায়খুল হাদীস মাওলানা জালালুদ্দিন আহমদ। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ।
শূরার অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ নসীহত পেশ করেন সংগঠনের যুক্তরাজ্য শাখার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও হেফাজতে ইসলাম বাংলাদেশ ইউ’কের সভাপতি শাইখুল হাদীস মুফতী আব্দুর রহমান মনোহরপুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও যুক্তরাজ্য শাখার সহসভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান,সহ সভাপতি শায়খ হাফিজ মাওলানা ইকবাল হোসাইন,সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া,ওল্ডহ্যাম শাখার সভাপতি বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা কমর উদ্দিন।
শূরার অধিবেশনে যুক্তরাজ্য শাখার রিপোর্ট পেশ করেন শাখার সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ।অধস্তন শাখা সমূহের থেকে
লন্ডন মহানগর শাখার রিপোর্ট পেশ করেন শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন, লীডস শাখার রিপোর্ট পেশ করেন শাখার সাধারণ সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান, লুটন শাখার রিপোর্ট পেশ করেন শাখার সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান,বার্মিংহাম শাখার রিপোর্ট পেশ করেন শাখার সাধারণ হাফিজ মাওলানা সৈয়দ শিহাব উদ্দিন, ওল্ডহ্যাম শাখার রিপোর্ট পেশ শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, রচডেল শাখার রিপোর্ট পেশ শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান, মিডল্যান্ড শাখার রিপোর্ট পেশ করেন শাখার সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুশফিকুর রাহমান মামুন। রিপোর্ট পেশ করার পর শাখা রিপোর্ট ও যুক্তরাজ্যের রিপোর্টের উপর পর্যালোচনা করেন ও পরামর্শ প্রদান করেন শূরার সদস্যবৃন্দ।
প্রধান নির্বাচন কমিশনার সংগঠনের মুহতারাম মহাসচিব শায়খুল হাদীস মাওলানা জালালুদ্দিন আহমদ উপস্থিত শূরার সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৫—২০২৬ সেশনের জন্য যুক্তরাজ্য শাখার সভাপতি হিসেবে কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক ও সাধারণ সম্পাদক হিসেবে মুফতি ছালেহ আহমদের নাম ঘোষণা করেন।
পরে সহকারী নির্বাচন কমিশনার ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে পরামর্শ করে ৩৭ সদস্য বিশিষ্ট যুক্তরাজ্য শাখার নির্বাহী পরিষদ ও ১৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এর কমিটি ঘোষণা করেন।
শূরার অধিবেশনে কুরআন তিলাওয়াত,সভাপতির উদ্বোধনী বক্তব্য, অধস্তন শাখা সমূহের রিপোর্ট পেশ ও পর্যালোচনা, যুক্তরাজ্য শাখার রিপোর্ট পেশ ও পর্যালোচনা, বায়তুল রিপোর্ট পেশ ও পর্যালোচনা, দায়িত্ব হস্তান্তর, শাখা পূনর্গঠন, নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ, হেদায়েতী বক্তব্য, সভাপতির বক্তব্য, দু’আ ও মোনাজাত কর্মসূচির অন্তর্ভূক্ত ছিল।
শূরার অধিবেশনে আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্য শাখার সহ সভাপতি ও বার্মিংহাম শাখার সভাপতি ব্যারিস্টার মাওলানা বদরুল হক, সহ সভাপতি শায়খ মাওলানা নাজিম উদ্দিন, যুক্তরাজ্য সহ সাধারণ সম্পাদক ও লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন, যুক্তরাজ্য শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী,সাংগঠনিক সম্পাদক হাফিজ মন্জুরুল হক, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান, বায়তুলমাল সম্পাদক ইমাম মাওলানা আবুল কালাম আজাদ, মিডল্যান্ড শাখার সভাপতি হাফিজ মাওলানা মুহিবুর রহমান মাছুম, হাফিজ শহির উদ্দিন,মাওলানা আল আমিন,রচডেল শাখার সহ সভাপতি মাওলানা সাইফ আহমদ সেবুল, সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন, লীডস শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মুফিজুর রহমান মারুফ, প্রমূখ।

পরে নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..