চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে কত কিছুই না ঘটে গেল। শেষ পর্যন্ত যা সিদ্ধান্ত, তাতে ভারত ক্রিকেট দল নিজেদের ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতে। তবে ক্রিকেট দল না গেলেও ভারত অধিনায়ক রোহিত শর্মা পাকিস্তানে যাচ্ছেন।আর সেটা চ্যাম্পিয়নস ট্রফির জন্যই।
গতকাল বুধবার ভারতীয় বার্তা সংস্থা আইএনএসের খবরে এ তথ্য জানানো হয়েছে। তবে বিসিসিআইয়ের একটি সূত্র টাইমস নাউকে বলেছে, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি হতে যাচ্ছে গত ২৯ বছরের মধ্যে পাকিস্তানের মাটিতে আয়োজিত প্রথম আইসিসি টুর্নামেন্ট।
দীর্ঘদিন পর বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের মুহূর্তকে স্মরণীয় করে তুলতে চ্যাম্পিয়নস ট্রফির বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।