শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৪ টাকার বিনিময়ে প্রায় ১ হাজার টাকার পণ্য পেলেন চা-শ্রমিক ৬০টি পরিবারের সদস্য সোস্যাল কেয়ার অব নেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ১৬ নং ওয়ার্ডে রুম্মান আহমদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ ‎দেশের মানুষ বিএনপির প্রতি আস্থাশীল : কয়েস লোদী দানবীর ড. সৈয়দ রাগীব আলীর হাতে চব্বিশের ঢাকার ডায়েরি বৈচিত্র্যের মধ্যে ঐক্য সৃষ্টি করলে জাতীয় সংহতি আরো মজবুত হবেঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক দেশের মানুষ বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের অপেক্ষায়: খন্দকার মুক্তাদির বই শত সহস্র বছর ধরে ইতিহাসের স্বাক্ষী হয়ে থাকবে: সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী  ‘ডিক্লারেশন’পেলো দৈনিক যায়যায়দিন  গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩০ ২ মার্চের পর গাজায় কোনো খাদ্য ঢোকেনি: জাতিসংঘ

ত্বকের জন্য ভালো যেসব পানীয়

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
ত্বকের জন্য ভালো যেসব পানীয়
ত্বকের জন্য ভালো যেসব পানীয়

স্বাস্থ্য সচেতন মানুষ কুসুম গরম পানি পান করে দিন শুরু করেন। এই অভ্যাস স্বাস্থ্যের জন্য ভালো। আবার ত্বকও ভালো রাখে। কুসুম গরম পানি ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, লাবণ্য ধরে রাখে। সকালে আরও যেসব পানীয় পান করে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে পারেন, সেই বিষয়ে বিস্তারিত জেনে নিন।

লেবু-পানি: কুসুম গরম পানিতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। এই পানীয় সকালে পান করলে সারাদিন শরীর হাইড্রেট রাখবে, হজম স্বাস্থ্য উন্নত করবে এবং শরীরে কোলাজেন উৎপাদনে সহায়তা করবে। লেবুর রসে আছে ভিটামিন সি। যা ত্বকের জেল্লা বাড়িয়ে তোলে। এই পানীয় শারীরিক প্রদাহ প্রতিরোধ করে।

গ্রিন টি: সকালে যাদের চা পান করার অভ্যাস আছে তারা দুধ-চায়ের পরিবর্তে গ্রিন টি পান করতে পারেন। এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদান ত্বকের জেল্লা ধরে রাখে এবং ত্বককে সূর্যের ইউভি রশ্মির হাত থেকে রক্ষা করে। গ্রিন-টি ওজন কমিয়ে সুন্দর চেহারা ধরে রাখতে সাহায্য করে।

অ্যালোভেরার জুস: সারাদিন সতেজ অনুভব করার জন্য দিনের শুরুতে অ্যালোভেরার জুসও খেতে পারেন। এই পানীয় শারীরিক প্রদাহ কমায় এবং ত্বকের ইলাস্টিসিটি বাড়ায়। ফলে চামড়া টানটান থাকে। অ্যালোভেরার জুস খেলে লিভারে জমে থাকা টক্সিন বেরিয়ে যায়, যা ত্বকের সুস্বাস্থ্য ধরে রাখে। অ্যালোভেরার জুস বলিরেখা দূর করতে এবং ত্বককে নরম করে তুলতে পারে।

হলুদ মেশানো দুধ: প্রতিদিন সকালে কফি পান করার বদলে হলুদ মেশানো দুধ  পান করতে পারেন। এতে আছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। যার প্রভাবে ত্বকের কোষ পুনরুজ্জীবিত হয়। মুখে হলুদ মাখলে ত্বকের জেল্লা বাড়ে, আবার হলুদ মেশানো দুধ পান করলে ত্বক উজ্জ্বল হয়।

শসা ভেজানো পানি: ত্বকের সতেজতা ধরে রাখার জন্য প্রতিদিন সকালে শসার কুচি ভেজানো পানি  পান করতে পারেন। যা ইলেক্ট্রোলাইটে ভরপুর। এই পানীয় শরীর বিশেষত ত্বককে হাইড্রেট রাখে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..