বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন

‘টাইগার যখন ঘুরে তাকায়, সব বরবাদ হয়ে যায়’

  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
‘টাইগার যখন ঘুরে তাকায়, সব বরবাদ হয়ে যায়’
‘টাইগার যখন ঘুরে তাকায়, সব বরবাদ হয়ে যায়’

স্বপ্ন নিয়েই চলমান বিপিএলে দল কিনেছেন চিত্রনায়ক শাকিব খান। কিন্তু তার দল ঢাকা ক্যাপিটালস টানা পাঁচ ম্যাচ হেরেছে। তবে আশার আলো হয়ে আজ ৬ষ্ঠ ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে জ্বলে উঠেছেন লিটন দাস ও সানজিদ।

অপরাজিত থেকেই লিটন দাস মাঠ ছাড়েন। শেষ ওভারে শেষ বলটাও উড়িয়ে মাঠের বাইরে পাঠান। তার হিসাবের খাতায় জমা হয়— ৫৫ বলে ১২৫ রান। যার মধ্যে ১০টি চার ও ৯টি ছয় ছিল। নিঃসন্দেহে বিপিএল ইতিহাসের সেরা ইনিংসগুলোর তালিকার ওপরের দিকেই থাকবে এটি।

লিটন-সানজিদের পারফরম্যান্স দেখে মুগ্ধ শাকিব খানও। তার উচ্ছ্বাস সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন এই নায়ক। আজ সন্ধ্যায় দেওয়া স্ট্যাটাসে শাকিব খান লেখেন— “টাইগার যখন ঘুরে তাকায়, সব বরবাদ হয়ে যায়। বিপিএলের ইতিহাসে নাম্বার ওয়ান পার্টনারশীপ।” হ্যাশট্যাগে এ নায়ক লেখেন, “ঢাকা ক্যাপিটালস, বিপিএল ২০২৫।”

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..