শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
৪ টাকার বিনিময়ে প্রায় ১ হাজার টাকার পণ্য পেলেন চা-শ্রমিক ৬০টি পরিবারের সদস্য সোস্যাল কেয়ার অব নেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ১৬ নং ওয়ার্ডে রুম্মান আহমদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ ‎দেশের মানুষ বিএনপির প্রতি আস্থাশীল : কয়েস লোদী দানবীর ড. সৈয়দ রাগীব আলীর হাতে চব্বিশের ঢাকার ডায়েরি বৈচিত্র্যের মধ্যে ঐক্য সৃষ্টি করলে জাতীয় সংহতি আরো মজবুত হবেঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক দেশের মানুষ বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের অপেক্ষায়: খন্দকার মুক্তাদির বই শত সহস্র বছর ধরে ইতিহাসের স্বাক্ষী হয়ে থাকবে: সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী  ‘ডিক্লারেশন’পেলো দৈনিক যায়যায়দিন  গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩০ ২ মার্চের পর গাজায় কোনো খাদ্য ঢোকেনি: জাতিসংঘ

এই ছয় পানীয় আপনাকে ওজন কমাতে সাহায্য করবে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
এই ছয় পানীয় আপনাকে ওজন কমাতে সাহায্য করবে
এই ছয় পানীয় আপনাকে ওজন কমাতে সাহায্য করবে

অফিসের ডেস্কে দীর্ঘসময় বসে থেকে কাজ করার জন্য মুটিয়ে গেছেন? বার্গার, পিজার মত ফাস্টফুড প্রিয় হওয়ার কারণে শরীরে মেদ জমেছে! একটু হাটলেই হাপিয়ে ‍ওঠেন। ব্যায়াম করার সময়ও নেই। কিন্তু শরীরকে ফিট রাখার ইচ্ছার কমতি নেই। আপনার জন্যই কার্যকরী হতে পারে এই ছয় পানীয় –

পানি: ওজন কমানোর জন্য পানি বেশ উপকারি। দিনে যত বেশি পরিমাণে পানি পান করবেন আপনার ওজন ততই কমবে। পানিতে লেবুর রস মিশিয়ে খেতে পারেন। এতে অতি দ্রুত ওজন কমবে। যে কোন ব্যায়ামের শুরুতেও পানি পান করতে পারেন। এটি আপনার মেদ ঝরাতে সাহায্য করবে।

ভেজিটেবল স্যুপ: ভেজিটেবল জুসে রয়েছে অনেক পুষ্টিগুণ। এটি বিপাক প্রক্রিয়া বৃদ্ধি করে। রাতে ঘুমানোর আগে স্যুপ খেলে শরীরে ক্যালোরি জমা হয়।

গ্রিন টি: ওজন কমাতে চাইলে প্রতিদিন কমপক্ষে দুই কাপ গ্রিন টি পান করুন। ওজন কমানো ছাড়াও গ্রিন টি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

ভেজিটেবল জুস: নানা রংয়ের শাকসবজির জুস শরীরের জন্য দারুণ উপকারি। ওজন কমাতে ভারি খাবারের পরিবর্তে শাকসবজির জুস খেতে পারেন।

ব্ল্যাক কফি: ব্ল্যাক কফি খুব তাড়াতাড়ি ওজন কমাতে সাহায্য করে এবং শরীরের শক্তি বাড়ায়। ব্ল্যাক কফির ক্যাফেইন বিশ্রামে থাকলেও শরীরকে প্রশান্তি দেয়।

পাস্তুরিত দুধ: পাস্তুরিত দুধে চর্বিহীন প্রোটিন, ভিটামিন ডি এবং ক্যালসিয়াম রয়েছে। এটি ক্যালোরি ছাড়া ভিটামিন পেতে এবং হাড় শক্ত করতে সাহায্য করে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..