বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন

আব্দুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে বয়স্কদের নিয়ে ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ২৪ মে, ২০২৫

 

 

মো: নুরুল হক,শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামে আব্দুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে সামাজিক ঐক্যতা শক্তিশালী করতে ৪০ ঊর্ধ্বদের নিয়ে ব্যতিক্রমী বয়স্ক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ মে) বিকেল ৪ টায় বীরগাঁও গ্রামের দক্ষিণপাড়া মাঠে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় বীরগাঁও দক্ষিণপাড়া বনাম বীরগাঁও খালপাড়ের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে ১-০ গোলে এগিয়ে চ্যাম্পিয়ন হয় বীরগাঁও খালপাড়। খেলা পরিচালনা করেন বর্তমান ইউপি সদস্য আব্দুল বাছিত।

জমজমাট ফাইনালের পর চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়৷ পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন বীরগাঁও গ্রামের নুরজালাল করিম, মিজানুর রহমান, সহিবুর রহমান, আব্দুল গৌছ, সারকুল ইসলাম,
মস্তাকিন মিয়া, আব্দুল কুদ্দুস, তইবুল হক, আব্দুল বাসিত পইন, রাহেল আহমদ, আব্দুল বাসিত ও আব্দুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাব হাসান হেলেন প্রমুখ৷

গ্রামের মানুষকে একি মেলবন্ধনে আবদ্ধ ও বয়স্কদের আবারও পুরনো স্মৃতি ফিরিয়ে দেয়ায় এমন সুন্দর আয়োজনের জন্য আব্দুল্লাহ ফাউন্ডেশনের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন বীরগাঁও গ্রামবাসী। তাদের আশা প্রতিবছরই এমন আয়োজন করবেন আয়োজকরা৷

আব্দুল্লাহ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা(সিইও) কবি আজমল আহমদ বলেন, সামাজিক ঐক্যবদ্ধতা ও একে অপরের মেলবন্ধন শক্তিশালী করতেই আমাদের এই আয়োজন। বয়স্কদের খেলা হলেও খেলা দেখতে মাঠে এসেন সকল বয়সের মানুষ। সবার মাঝে একটা উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সবার উপস্থিতিতে ফুটবল খেলাটি মিলন মেলায় পরিনত হয়েছে। প্রতিবছর এ ধরণের আয়োজন করার পরিকল্পনা আছে আমাদের৷

এরআগে গত ১৬ মে শুক্রবার ৮টি টিম নিয়ে এই বয়স্ক ফুটবল টুর্নামেন্টের  উদ্বোধন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..