বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন

অবসর ভেঙে চার বছর পর ক্রিকেটে ফিরছেন ডি ভিলিয়ার্স

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন এবি ডি ভিলিয়ার্স। ২০২১ সালে খেলেছিলেন সবশেষ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। এরপর গেল চার বছর তাকে আর ক্রিকেটে দেখা যায়নি। তবে চার বছর পর অবসর ভেঙে আবার টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরতে যাচ্ছেন ৪০ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার এই মারকুটে ব্যাটসম্যান।

‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’ টুর্নামেন্টে ‘গেম চেঞ্জার্স সাউথ আফ্রিকা চ্যাম্পিয়নস’ দলকে নেতৃত্ব দিবেন। সেখানে দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশের আরও অনেক সাবেক ক্রিকেট গ্রেটরা খেলবেন। প্রকাশিত ক্রিকেটারদের তালিকায় কেভিন পিটারসেন, ব্রেট লি, জ্যাক ক্যালিস, শহীদ আফ্রিদি, ইমরান তাহির, ডেল স্টেইন, হার্সেল গিবস ও যুবরাজ সিংয়ের মতো ক্রিকেটাররা আছেন।

টুর্নামেন্ট শুরু হবে চলতি বছরের ১৮ জুলাই।

ডি ভিলিয়ার্স ২০২১ সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন। সেবার তিনি রান করেছিলেন ২১২টি। ক্যারিয়ারে তিনি ৩৪০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। রান করেছেন ৯ হাজার ৪২৪টি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..