বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন

অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় সুবিধাবঞ্চিতদের পাশে দাড়াঁতে হবেঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

  • আপডেট টাইম : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠা করতে হলে সুবিধাবঞ্চিতদের পাশে দাড়াঁতে হবে। এতিমরা আমাদের সমাজের অংশ। এতিমদের জীবন সংগ্রামে পাশে দাড়াঁনো রাষ্ট্রের পাশাপাশি সমাজ ও সমাজের প্রতিটি অবস্থাসম্পন্ন মানুষের দায়িত্ব। এতিমদের সহায়তাকে একটি দুনিয়া ও আখেরাতের জন্য উত্তম বিনিয়োগ। যারা সংগ্রাম করে জীবনে প্রতিষ্ঠিত হয় তারা সমাজকে ও সমাজের সমস্যাসমূহকে ভালোভাবে বুঝতে পারেন। পরবর্তিতে তাদের কাছ থেকে সমাজ ও রাষ্ট্র উপকৃত হতে পারে। গত ১৬ মার্চ রোববার সকাল ১১ টায় সিলেটের খাদিমনগরের দাসপাড়ায় অবস্থিত মুসলিম হ্যান্ডস স্কুল অব এক্সেলেন্স ক্যাম্পাসে রমজান মাস উপলক্ষে এতিম শিক্ষার্থীদের মধ্যে মুসলিম হ্যান্ডস বাংলাদেশের কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ ও সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুসলিম হ্যান্ডস স্কুল অব এক্সেলেন্স, সিলেট-এর শিক্ষকমণ্ডলী, মুসলিম হ্যান্ডস বাংলাদেশ-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার শেখ আহমেদ ইশতিয়াক, প্রোগ্রাম এসোসিয়েট আকরাম হোসাইন, আবদুল্লাহ খান জাকারিয়া, প্রমূখ। প্রধান অতিথি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বক্তব্যের শুরুতে মুসলিম হ্যান্ডসের ভূয়সী প্রশংসা করে বলেন, ইংল্যান্ডে থাকাকালীন সময়ে তিনি মুসলিম হ্যান্ডসের সব ধরনের সেবামূলক কার্যক্রম স্বচক্ষে দেখেছেন। তিনি আরও বলেন, মুসলিম হ্যান্ডস মানুষের কল্যাণে বিশ্বের বিভিন্ন দেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাঁর বক্তব্যে মুসলিম হ্যান্ডসের বিভিন্ন কার্যক্রমের স্বচ্ছতা, দায়বদ্ধতা ও জবাবদিহিতা সুন্দরভাবে ফুটে উঠেছে। তিনি মুসলিম হ্যান্ডসের সাফল্য কামনা করেন এবং মুসলিম হ্যান্ডসের সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, মুসলিম হ্যান্ডস বাংলাদেশের ধারাবাহিক এই উদ্যোগটি রমজান মাসের বার্তাবাহক হিসেবে সমাজের দুরবস্থায় থাকা এতিম শিক্ষার্থী ও তাদের পরিবারের জীবনে সহায়তা ও আশার আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিচালিত হয়। সংগঠনের এই প্রচেষ্টার মাধ্যমে সমাজে ঐক্যবদ্ধতা, সহানুভূতি ও মানবিকতার বার্তা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে বলে আশাবাদী। এরই অংশ হিসেবে গতকাল এতিম শিক্ষার্থী ও তাদের পরিবারের মধ্যে চাল, ডাল, মুরগি, তেল, মুড়ি, আলু, ছোলা, সেমাই, পাউডার দুধ, খেজুর, চিনি, লবণ, শরবত, ও সরিষার তেল প্রদান করা হয়। এ খাদ্য সামগ্রী ৫ জনের পরিবারের এক মাসের জন্য পর্যাপ্ত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..