রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎবিহীন ধোপাগুল স্টোন ক্রাশার এলাকা; প্রতিরাতে চুরি হচ্ছে এম এ হক ছিলেন বিএনপির আপোষহীন কণ্ঠস্বর: ইমদাদ হোসেন চৌধুরী রোটারিয়ান মোহাম্মদ আসাদুজ্জামান সায়েম রোটারি ইন্টারন্যাশনাল’র “অ্যাভিনিউজ অব সার্ভিস” সম্মাননায় ভূষিত ৭ জুলাই সিলেটে বিএনপির মহাসচিবের সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিলেটে রোটারিয়ানদের টাউন হল মিটিং সিকৃবিতে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে “জুলাই ৩৬ গেইট” উদ্বোধন ট্রাম্পের আশ্রয় নিষেধাজ্ঞা স্থগিত করলেন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে গোলাপগঞ্জের হাওরপাড়ের মুহয়িসসুন্নাহ মাদরাসা নিজস্ব বাস চালুর দাবিতে সুবিপ্রবি শিক্ষার্থীদের ৮ দিনের আল্টিমেটাম

যারা ওজন কমাতে চান তাদের জন্য সারা আলী খানের পরামর্শ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
যারা ওজন কমাতে চান তাদের জন্য সারা আলী খানের পরামর্শ
যারা ওজন কমাতে চান তাদের জন্য সারা আলী খানের পরামর্শ

‎বলিউড অভিনেত্রী সারা আলী খানের সৌন্দর্য যে কাউকে মোহিত করে। যদিও এক সময় স্থূলতার জন্য মানুষের কটাক্ষ শুনতে হয়েছে তার। এই নায়িকার ওজন ছিল ৯৬ কেজি। সে সময় তিনি বি-টাউনে পরিচিত ছিলেন সাইফ আলীর কন্যা হিসেবে। শোবিজে পা রাখার আগে নিজের ওজন নিয়ন্ত্রণে আনার জোর চেষ্টা শুরু করেন সারা।

‎একটি সাক্ষাৎকারে সারা জানান, করণ জোহর সারাকে একটি চরিত্রের জন্য ভেবেছিলেন। তবে তিনি শর্ত দিয়েছিলেন সারাকে তার অর্ধেক ওজন কমিয়ে ফেলতে হবে। যদিও সারা আলী খান প্রথম সিনেমা করেন ২০১৮ সালে। অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ সিনেমায় সারার বিপরীতে ছিলেন সুশান্ত সিং রাজপুত। করণ জোহর কোন সিনেমা আর কোন চরিত্রে সারা আলী খানকে ভেবে রেখেছেন তা এখন অস্পষ্ট। কিন্তু সারা আলী খান এগিয়ে গেছেন অনেক দূর। বলিউডে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন অভিনয় ও সৌন্দর্যগুণে। করণ জোহরের সিনেমায় অভিনয় করার ইচ্ছা থেকেই স্বাস্থ্য সচেতন হয়ে ওঠেন সারা।

‎অভিনেত্রী জানিয়েছেন, তার বাড়তি ওজনের জন্য শুধুমাত্র খাবার দায়ী ছিল না, এজন্য দায়ী ছিল হরমোন। হরমোনের ভারসাম্য রক্ষায় তিনি মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে শুরু করেন। এর পাশাপাশি কড়া ডায়েট এবং নিয়মিত শরীরচর্চা করেছেন।

‎সারার পরামর্শ, মেদ ঝরাতে হলে স্বাস্থ্যকর খাবার গ্রহণের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা করতে হবে এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..